অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সাময়িক মুক্তির মেয়াদ বাড়ালো ইরান


ইরানের মানচিত্র।
ইরানের মানচিত্র।

ইরান এই সপ্তাহের শুরুর দিকে মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের কারাগার থেকে সাময়িক মুক্তির মেয়াদ বাড়িয়েছে। তার ভাই শনিবার বলেছেন, তিনি আশা করছেন যে এই মুক্তি স্থায়ী হবে।

৫১ বছর বয়সী ইরানী আমেরিকান সিয়ামাক নামাজিকে ,তার বৃদ্ধ বাবা,

ইউনিসেফের সাবেক কর্মকর্তা বাকার নামাজির সাথে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করে বছরের পর বছর ধরে ইরানে আটকে রাখা হয়েছে। যদিও তারা দু’জনেই এই অভিযোগ অস্বীকার করেছেন।

গৃহবন্দি অবস্থায় সাজাপ্রাপ্ত তার বাবা চিকিৎসার জন্য আবুধাবিতে যাওয়ার অনুমতি পাওয়ার পর ছেলে নামাজিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

সিয়ামকের ভাই বাবাক নামাজি শনিবার এক বিবৃতিতে বলেন, ইরান কর্তৃপক্ষ

তার ভাইকে আরও তিন দিন মঞ্জুর করেছে এবং তিনি আশা করছেন যে এর মেয়াদ আরও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, ইরানী চিকিত্সকদের সুপারিশে তার বাবার অস্ত্রোপচার এখনই করা হবে না।

আপাতত, বাকের নামাজি আবুধাবি মেডিকেল টিম প্রস্তাবিত বিকল্প চিকিত্সার চেষ্টা করবে।

ইরানে আরও অন্তত দু'জন মার্কিন নাগরিককে আটক রাখা হয়েছে।

XS
SM
MD
LG