অ্যাকসেসিবিলিটি লিংক

শরীয়তপুরে ইলিশ ধরা নিয়ে নৌ-পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ, দশ মৎসজীবী আটক


বাংলাদেশের শরীয়তপুর জেলার জাজিরার পাইনপাড়া চরে শনিবার (৮ অক্টোবর) রাতে নৌ পুলিশের সঙ্গে ইলিশ ধরা নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার পর অন্তত ১০ জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনাকালে একদল জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে দেখতে পান। জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকতে বললে, সংঘর্ষের সূত্রপাত হয়।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, “সরকারের নির্দেশে কাজিরহাট ও দুবিসাবর বন্দর এলাকায় মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে জনগণকে সচেতন করতে মৎস্য বিভাগ ও নৌ পুলিশের সহায়তায়, স্থানীয় প্রশাসন লিফলেট বিতরণ করেছে। এরপর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করি, যাতে কেউ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে না পারে।”

তিনি বলেন, “মাঝিরচর পাইনপারা এলাকায় পৌঁছলে শতাধিক জেলে টহল দলের ওপর হামলা চালায়। এ সময় নৌ পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি চালালে জেলেরা পিছু হটেন। পরে আমরা ১০ জেলেকে আটক করি। এদের মধ্যে ৯ জনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ আহরণ, সরবরাহ ও বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

XS
SM
MD
LG