অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস


আফ্রিকাতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডাঃ মাতশিদিসো মোয়েতি বলেছেন,“আফ্রিকায় দীর্ঘমেয়াদী রোগের ক্রমবর্ধমান বোঝা এবং অ-সংক্রামক রোগ যেমন মানসিক ব্যাধি যা আত্মহত্যাকে প্ররোচিত করতে পারে, তা মোকাবিলায় উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হবে।” ৮ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।
আফ্রিকাতে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডাঃ মাতশিদিসো মোয়েতি বলেছেন,“আফ্রিকায় দীর্ঘমেয়াদী রোগের ক্রমবর্ধমান বোঝা এবং অ-সংক্রামক রোগ যেমন মানসিক ব্যাধি যা আত্মহত্যাকে প্ররোচিত করতে পারে, তা মোকাবিলায় উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হবে।” ৮ ফেব্রুয়ারি, ২০২২। ফাইল ছবি।

সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। দিবসটি পালনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল অঞ্চলে আত্মহত্যার উচ্চ হার বিদ্যমান সে সকল অঞ্চলে “সচেতনতা বাড়াতে এবং কর্মে উদ্বুদ্ধ” করার জন্য একটি প্রচারাভিযান শুরু করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কোভিড-১৯ “মানসিক স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাপী একটি সংকট” তৈরি করেছে। সোমবার এক বিবৃতিতে তারা জানায়, এটি “স্বল্প ও দীর্ঘমেয়াদী চাপকে বৃদ্ধি করছে এবং লক্ষ লক্ষ মানুষের মানসিক স্বাস্থ্যকে দুর্বল করছে।”

জাতিসংঘের এ সংস্থাটি বলেছে, “হিসাবমতে,মহামারির প্রথম বছরে উদ্বেগ এবং বিষণ্ণতাজনিত ব্যাধি ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।” “একই সময়ে মানসিক স্বাস্থ্য পরিষেবাগুলো মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং মানসিক স্বাস্থ্যের অবস্থার জন্য চিকিৎসার সুযোগ হ্রাস পেয়েছে।”

মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর চিকিৎসা আফ্রিকাতে অত্যন্ত বিরল। সেখানে প্রতি ৫ লাখ মানুষের জন্য ১ জন মনোরোগ বিশেষজ্ঞ আছে যা ডব্লিউএইচও-র সুপারিশের ১০০ ভাগের ১ ভাগ।

এই সমস্যাটির সমাধান করা আফ্রিকায় সংস্থাটির আত্মহত্যা প্রতিরোধ অভিযানের লক্ষ্য। আফ্রিকায় প্রতি ১ লাখ জনে ১১ জন আত্মহত্যা করে, যেখানে বিশ্বে গড় প্রতি ১ লাখ জনে আত্মহত্যার সংখ্যা ৯। এই মহাদেশে ১০টি দেশের মধ্যে ৬টিতে আত্মহত্যার হার সবচেয়ে বেশি।

আফ্রিকার জন্য ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক ডাঃ মাতশিদিসো মোয়েতি বলেছেন,“আফ্রিকায় দীর্ঘমেয়াদী রোগের ক্রমবর্ধমান বোঝা এবং অসংক্রামক

রোগ যেমন মানসিক ব্যাধি যা আত্মহত্যাকে প্ররোচিত করতে পারে, তা

মোকাবিলায় উল্লেখযোগ্য বিনিয়োগ করতে হবে।”

XS
SM
MD
LG