অ্যাকসেসিবিলিটি লিংক

ত্রিদেশীয় সিরিজ: ৪৮ রানে হারল বাংলাদেশ


ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ক্রিকেট ম্যাচে জয়ের পর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। (ছবি সানকা বিদানাগামা / এএফপি)
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ক্রিকেট ম্যাচে জয়ের পর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। (ছবি সানকা বিদানাগামা / এএফপি)

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।

২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন। এছাড়া লিটন দাস ও সৌম্য সরকার ২৩ রান করে করেন।

কিউইদের হয়ে এডাম মিলনে তিনটি এবং টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল দুটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৮ রান করে স্বাগতিক দল। দলের পক্ষে ডেভন কনওয়ে ৪০ বলে ৬৪ এবং গ্লেন ফিলিপস ২৪ বলে ৬০ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সাইফুদ্দিন ও এবাদত দুটি করে এবং শরিফুল একটি উইকেট শিকার করেন।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।

XS
SM
MD
LG