অ্যাকসেসিবিলিটি লিংক

নিউজিল্যান্ডের সাগর সৈকতে ৪৭৭টি তিমির 'হৃদয়বিদারক' মৃত্যু


১১ ফেব্রুয়ারী, ২০১৭, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের শীর্ষে গোল্ডেন বে-তে অন্যতম রেকর্ড সংখ্যক তিমি ভেসে আসার পরে বিকেলে স্বেচ্ছাসেবীরা আটকে পড়া পাইলট তিমিদের সহায়তা করার চেষ্টা করছে।
১১ ফেব্রুয়ারী, ২০১৭, নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের শীর্ষে গোল্ডেন বে-তে অন্যতম রেকর্ড সংখ্যক তিমি ভেসে আসার পরে বিকেলে স্বেচ্ছাসেবীরা আটকে পড়া পাইলট তিমিদের সহায়তা করার চেষ্টা করছে।

কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে নিউজিল্যান্ডের দুটি দূরবর্তী সমুদ্র সৈকতে আটকে পড়ে প্রায় ৪৭৭ টি পাইলট তিমি মারা গেছে।

আটকে পড়া তিমিগুলির কোনটিই আর ভেসে যেতে পারেনি। একটি অলাভজনক গ্রুপ যা তিমিদের উদ্ধার করতে সহায়তা করে সেই প্রজেক্ট জোনাহের মহাব্যবস্থাপক, ডারেন গ্রোভার বলেন, সবাই প্রাকৃতিকভাবে মারা যায় বা "হৃদয়বিদারকভাবে" বিক্ষত থাকায় তাদের মেরে ফেলতে হয়।

তিমিগুলি চ্যাথাম দ্বীপপুঞ্জের সৈকতে ছিল। এই দ্বীপটি প্রায় ৬০০ লোকের আবাসস্থল এবং নিউজিল্যান্ডের প্রধান দ্বীপগুলি থেকে প্রায় ৮০০ কিলোমিটার (৫০০ মাইল) পূর্বে অবস্থিত।

ডিপার্টমেন্ট অব কনজারভেশন জানিয়েছে, সোমবার ২৩২টি তিমি তুপুয়াঙ্গি

সৈকতে এবং আরও ২৪৫টি ওয়াইহের বে-তে আটকা পড়ে।

অস্ট্রেলিয়ায় প্রায় ২০০ টি পাইলট তিমি এক দূরবর্তী তাসমানিয়ান সমুদ্র সৈকতে আটকে থেকে মারা যায়। তার দুই সপ্তাহ পরে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

সংরক্ষণ বিভাগের প্রযুক্তিগত সামুদ্রিক উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট বলেন,

"মানুষ এবং তিমিদের উপর হাঙ্গরের আক্রমণের ঝুঁকির কারণে চ্যাথাম

দ্বীপপুঞ্জে সক্রিয়ভাবে তিমিগুলি পুনরায় সুস্থ করে ভাসিয়ে দেইনি। তাই ইউথেনেসিয়া বা মেরে ফেলাই ছিল সবচেয়ে দয়ালু বিকল্প। "

নিউজিল্যান্ডে, বিশেষ করে গ্রীষ্মের মাসগুলিতে পাইলট তিমির এই ভেসে আসা সাধারণ ব্যাপার, বিজ্ঞানীরা নিশ্চিত নন ঠিক কী কারণে তিমিগুলি এমন করে।

প্রজেক্ট জোনাহের মহাব্যবস্থাপক, ডারেন গ্রোভার বলেন, চ্যাথাম দ্বীপপুঞ্জের চারপাশে তিমিদের জন্য প্রচুর খাবার রয়েছে এবং তারা যখন মাটির কাছাকাছি সাঁতার কাটে, তখন তারা দ্রুত খুব গভীর থেকে অগভীর জলের দিকে চলে যায়।

"প্রকৃতি একটি মহান রিসাইকেলার এবং সমস্ত তিমির শরীরের মধ্যে সঞ্চিত সমস্ত শক্তি খুব দ্রুত প্রকৃতির কাছে ফিরে আসবে," গ্রোভার বলেন।

XS
SM
MD
LG