অ্যাকসেসিবিলিটি লিংক

বাগদাদের গ্রিন জোনে রকেট আঘাত হেনেছে


ইরাকি নিরাপত্তা বাহিনী বাগদাদের গ্রিন জোনের দিকে যাওয়ার রাস্তা সিমেন্ট ব্লক দিয়ে অবরোধ করে। ১৩ অক্টোবর, ২০২২।
ইরাকি নিরাপত্তা বাহিনী বাগদাদের গ্রিন জোনের দিকে যাওয়ার রাস্তা সিমেন্ট ব্লক দিয়ে অবরোধ করে। ১৩ অক্টোবর, ২০২২।

ইরাকের সামরিক বাহিনী জানিয়েছে যে, বৃহস্পতিবার ৯টি রকেট বাগদাদের ব্যাপক সুরক্ষিত গ্রিন জোনে আঘাত হেনেছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের উদ্দেশ্যে সংসদের অধিবেশনের জন্য আইনপ্রণেতারা জড়ো হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে।

অন্তত ৫ জন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

গত মাসের শেষের দিকে আইনপ্রণেতারা যখন সংসদের স্পিকারের ওপর ভোট দেয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, সে সময় গ্রিন জোন লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়েছিল।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG