বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায়, বঙ্গোপসাগরের দুই জাহাজের সংঘর্ষে ‘এমভি সুলতান’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেলে ৬ জন নিখোঁজ হন। এদের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাংলাদেশের কোস্টগার্ড-এর পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, “বুধবার (১২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর দুই জাহাজের সংঘর্ষে এমভি সুলতান নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা তিনজনকে উদ্ধার করে। এ ঘটনায় নিখোঁজ হন ৬ জন। এদেরে মধ্যে, শুক্রবার সকালে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনকে উদ্ধারে কোস্টগার্ড কাজ করছেন।”
এদিকে, চট্টগ্রামের কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দু’জন।
বুধবার রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) কর্ণফুলী নদীর নতুন ব্রিজ, পতেঙ্গা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে নৌপুলিশ।
নৌপুলিশ জানিয়েছে, ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে।