অ্যাকসেসিবিলিটি লিংক

কম্বোডিয়ায় নৌকাডুবিতে ৮ শিশু নিহত


কম্বোডিয়ার পূর্ব নম পেনে কোহ চামরোএউন গ্রামে একটি অন্ত্যোষ্টিক্রিয়ায়, নৌকা দুর্ঘটনার শিকার কিশোর বয়সী সোন সোফাতের মা তার মেয়ের কফিনের সামনে কাঁদছেন। ১৪ অক্টোবর, ২০২২।
কম্বোডিয়ার পূর্ব নম পেনে কোহ চামরোএউন গ্রামে একটি অন্ত্যোষ্টিক্রিয়ায়, নৌকা দুর্ঘটনার শিকার কিশোর বয়সী সোন সোফাতের মা তার মেয়ের কফিনের সামনে কাঁদছেন। ১৪ অক্টোবর, ২০২২।

কম্বোডিয়ার নম পেনের দক্ষিণ-পূর্বে, মেকং নদীতে বৃহস্পতিবার একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু এবং ২ জন নৌকা-চালক রয়েছেন।

শিশুদের বয়স ছিল ১২ থেকে ১৫ বছরের মধ্যে।

শুক্রবার অন্তত ২ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে,ইংরেজি ক্লাস শেষ করার পর, এই নৌকা করে শিক্ষার্থীরা বাড়ি ফিরছিলো।

এপি জানায়, নৌকার মালিক এবং চালকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় নৌকা দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।


XS
SM
MD
LG