অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার গোলাবারুদ উৎপাদন সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ব্রিটেন


ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় এক রুশ হামলায় হওয়া বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তের পাশে একটি ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে, ১৫ অক্টোবর ২০২২।
ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় এক রুশ হামলায় হওয়া বিস্ফোরণের ফলে সৃষ্ট গর্তের পাশে একটি ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে, ১৫ অক্টোবর ২০২২।

ইউক্রেনে আক্রমণকালীন সময়ে রাশিয়ার অস্ত্র উৎপাদন অব্যাহত রাখার সক্ষমতার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক।

শনিবার টুইটারে পোস্ট করা হালনাগাদ গোয়েন্দা তথ্যে মন্ত্রকটি জানায় যে তাদের হিসেবে রাশিয়া ১০ অক্টোবর ইউক্রেনে ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে যে, এই মাসের শুরুর দিকে ক্রাইমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযোগকারী সেতুটিতে বোমা হামলার প্রতিশোধ হিসেবে, ঐ ক্ষেপণাস্ত্র হামলাগুলো চালানো হয়। ঐ বোমা হামলার ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

ব্রিটেন বলে, “রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সম্ভবত যেই হারে অত্যাধুনিক গোলাবারুদ ব্যবহার হচ্ছে, সেই হারে সেগুলো উৎপাদন করতে অক্ষম। এই হামলাগুলো রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ্ আরও হ্রাস করেছে, যার ফলে তারা ভবিষ্যতে যেই পরিমাণ লক্ষ্যবস্তুতে হামলা চালাতে চায়, এটি খুব সম্ভবত তাদের সেই সক্ষমতাকে সীমাবদ্ধ করবে।”

একইসময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, শনিবার তার প্রাত্যহিক বক্তব্যে যুক্তরাষ্ট্রকে তাদের ৭২ কোটি ৫০ লক্ষ ডলারের সহায়তা প্যাকেজটির জন্য ধন্যবাদ জানান। এই সহায়তা প্যাকেজটি ইউক্রেনকে গোলাবারুদ, কামান, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র ও রাডার-প্রতিরোধী ক্ষেপণাস্ত্র কিনতে সক্ষম করবে।

এদিকে রুশ বাহিনী শনিবার ইউক্রেনে আরও বিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলাগুলোতে এমন স্থাপনাগুলোতে আঘাত হানা হয়, যেগুলো দেশটি ও সেটির আবাসিক এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ করে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেকসি কুলেবা বলেন যে, ঐ হামলায় ইউক্রেনের রাজধানী এলাকার একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাতে কোন হতাহতের খবর জানানো হয়নি। স্থাপনাটির অবস্থানও প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের সহকারী প্রধান, কিরিলো টিমোশেঙ্কো, কিয়েভ এলাকার বাসিন্দা ও তার আশেপাশের আরও তিনটি অঞ্চলের মানুষদের, সন্ধ্যাবেলার উচ্চ চাহিদার সময়ে বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে অনুরোধ করেছেন।

XS
SM
MD
LG