অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছে নারী শিক্ষা: গবেষণা


বাংলাদেশের ঢাকার রাস্তায় মানববন্ধন করছে একটি স্কুলের মেয়েরা। ১৪ ফেব্রুয়ারি, ২০১৩ (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকার রাস্তায় মানববন্ধন করছে একটি স্কুলের মেয়েরা। ১৪ ফেব্রুয়ারি, ২০১৩ (ফাইল ছবি)

বাংলাদেশের উন্নয়নে ৫টি মূল বিষয় বিশেষ ভূমিকা রেখেছে। এর মধ্যে অন্যতম হলো নারী শিক্ষা। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর গবেষণা সহযোগী মাহির এ রহমান পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রবিবার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকার একটি হোটেলে, বিআইডিএস আয়োজিত এক সেমিনারে ‘অ্যাস্পিরেশনাল মোমেন্টাম: দ্য ডেভেলপমেন্ট স্টোরি অফ বাংলাদেশ’ শীর্ষক গবেষণার ফল উপস্থাপন করা হয়।

বিআইডিএস মহাপরিচালক বিনায়ক সেন সেমিনারে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক বরকত-ই-খুদা ও অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল।

এতে বলা হয়েছে, শিশুমৃত্যুর হার হ্রাস, মেয়েদের স্কুলে শিক্ষা বৃদ্ধি, বিদ্যুত সরবরাহ, জনসংখ্যার ঘনত্ব এবং অবকাঠামো খাতে বিনিয়োগ এই পাঁচটি বিষয় বাংলাদেশের উন্নয়ন যাত্রায় মূখ্য ভূমিকা পালন করেছে।

এ বিষয়ে মাহির এ রহমানের সঙ্গে যৌথ উপস্থাপনায় তৌফিক ইলাহী জানান “মূল সিদ্ধান্ত গ্রহণে পরিবারের ওপর গুরুত্ব দিয়ে, বাংলাদেশের উন্নয়নের পথ ব্যাখ্যা করা যেতে পারে।”

তিনি বলেন, “পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যখন একটি জাতির উচ্চাকাঙ্খার গতির সঙ্গে মিলে যায়, তখন তা উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। বাংলাদেশের ক্ষেত্রেও তা অনুরূপ।”

মাহির জানান, গবেষণায় ২৬টি দেশের তথ্য সংগ্রহ করা হয়েছে। যে দেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মতো, সে দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

উপদেষ্টা মশিউর রহমান,বলেন, “বাংলাদেশ কর্মসংস্থান সৃষ্টিতে ভালো কিছু করতে না পারলেও, অবকাঠামোতে সরকারি বিনিয়োগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বাংলাদেশের উন্নয়নকে শুধুমাত্র চিরাচরিত অর্থনৈতিক তত্ত্বের মূলনীতি দিয়ে ব্যাখ্যা করা উচিত নয়। বরং এর স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো বিবেচনায় নেয়া উচিত। নারীরা চাকরির জন্য ঘরের বাইরে যাচ্ছে, শিশু মৃত্যুর হার কমেছে, পরিবার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, গ্রামের রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে এবং কোনো সাম্প্রদায়িক সংঘাত হয়নি; এসব বিষয় সম্মিলিতভাবে উন্নয়নে ভূমিকা রেখেছে।”

বিনায়ক সেন বলেছেন, “স্বাধীনতার পর থেকে সব সরকারই উন্নয়নে কিছু সাধারণ নীতি অব্যাহত রেখেছে, যা সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

XS
SM
MD
LG