অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্যান গগের চিত্রকর্মের উপর স্যুপ নিক্ষেপ: ২ মহিলাকে অভিযুক্ত করেছে ব্রিটেনের পুলিশ


"জাস্ট স্টপ অয়েল"-এর দুই প্রতিবাদকারী লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ভ্যান গগের "সানফ্লাওয়ার্স" পেইন্টিংয়ের উপর স্যুপ নিক্ষেপ করার আগে তাদের হাতে হেইনজ টমেটোর স্যুপের টিন দেখা যাচ্ছে। ১৪ অক্টোবর, ২০২২।
"জাস্ট স্টপ অয়েল"-এর দুই প্রতিবাদকারী লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ভ্যান গগের "সানফ্লাওয়ার্স" পেইন্টিংয়ের উপর স্যুপ নিক্ষেপ করার আগে তাদের হাতে হেইনজ টমেটোর স্যুপের টিন দেখা যাচ্ছে। ১৪ অক্টোবর, ২০২২।

ব্রিটিশ পুলিশ শনিবার জানিয়েছে, লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম "সানফ্লাওয়ারস"-এর উপর জলবায়ু পরিবর্তন আন্দোলনের প্রতিবাদকারীরা স্যুপ ছুঁড়ে মারার পর, দুই মহিলার বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে গত দুই সপ্তাহ ধরে ব্রিটিশ রাজধানীতে বিক্ষোভ চলছে। শুক্রবার জাস্ট স্টপ অয়েল ক্যাম্পেইন গ্রুপের পোস্ট করা একটি ভিডিও-তে দেখা যায়, ওই বিক্ষোভ থেকে দু’জন কর্মী হেইনজ টমেটোর স্যুপের টিন পেইন্টিংয়ের উপরে ছুড়ে মারছে। ভ্যান গগের বিখ্যাত "সানফ্লাওয়ারস" চিত্রকর্মটি বিশ্বজুড়ে জাদুঘর এবং গ্যালারীতে প্রদর্শিত পাঁচটি সংস্করণের একটি।

গ্যালারি কর্তৃপক্ষ বলেছে, ওই ঘটনায় চিত্রকর্মটির ফ্রেমের সামান্য ক্ষতি হয়েছে, তবে পেইন্টিংটি অক্ষত ছিল। এটি পরে আবার প্রদর্শনের জন্য টাঙ্গিয়ে রাখা হয়।

পুলিশ বলেছে, "ভ্যান গগের সানফ্লাওয়ারস পেইন্টিংয়ের ফ্রেমের ক্ষতির" অভিযোগে, ২০ এবং ২১ বছর বয়সী দুই নারী পরে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হবার কথা।

এছাড়া, সেন্ট্রাল লন্ডনে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ সদর দফতরের বাইরে সাইনটি নষ্ট করার অভিযোগে অন্য একজন কর্মীও আদালতে হাজির হবেন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিক্ষোভ চলাকালে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

XS
SM
MD
LG