অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন


পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের তাদের আগের জায়গায় প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।”

সোমবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন একথা বলেন।

আব্দুল মোমেন আরও বলেন, “আমরা তাদের ফেরত পাঠাতে প্রস্তুত। মিয়ানমারের উচিত তাদের প্রতিশ্রুতি রক্ষা করা এবং তাদের অংশের কাজ করা। মিয়ানমারের পক্ষ থেকে বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও, গত পাঁচ বছরে একজন রোহিঙ্গাকে ফেরত নেওয়া হয়নি।”

বাংলাদেশ, কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

XS
SM
MD
LG