অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের ‘নৈতিকতা পুলিশের’ বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা


অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কর্মী নন এমন ব্যক্তির ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে তোলা এবং ইরানের বাইরে থেকে এপি’র সংগ্রহ করা এই ছবিটিতে দেখা যাচ্ছে, তেহরানে সরকারবিরোধী এক বিক্ষোভের সময়ে দাঙ্গা পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করছেন নারীরা। (ফাইল ফটো)
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কর্মী নন এমন ব্যক্তির ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে তোলা এবং ইরানের বাইরে থেকে এপি’র সংগ্রহ করা এই ছবিটিতে দেখা যাচ্ছে, তেহরানে সরকারবিরোধী এক বিক্ষোভের সময়ে দাঙ্গা পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করছেন নারীরা। (ফাইল ফটো)

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সোমবার ইরানের তথ্যমন্ত্রী এবং নৈতিকতা পুলিশের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের বিক্ষোভকারীদের উপর সহিংস দমনপীড়ন চালানোতে তাদের ভূমিকার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যথাযথভাবে হিজাব না পরার কারণে নৈতিকতা পুলিশের হাতে এক তরুণী গ্রেফতার হওয়ার পর তার মৃত্যু হলে, প্রতিবাদ আরম্ভ করে ইরানের মানুষ।

ইইউ ১১ জনের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে রয়েছেন ইরানের নৈতিকতা পুলিশের প্রধান দুই কর্মকর্তা, মোহাম্মদ রোস্তামি এবং হাজ আহমেদ মিরজাই। এছাড়াও রয়েছেন তথ্যমন্ত্রী ইসা জারেপোর। বিক্ষোভ আরম্ভ হওয়ার পর ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় তার ভূমিকা বিষয়ে অভিযোগটি এক্ষেত্রে উল্লেখ করা হয়। তাদের ইউরোপ ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

লুক্সেমবার্গে বৈঠকরত ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেশ কয়েকজন স্থানীয় পুলিশ প্রধানকেও “বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্মম দমনে তাদের ভূমিকার জন্য” নিষেধাজ্ঞার আওতায় আনেন।

জার্মানীর পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেন যে, ইইউ ইরানে দমনের বিষয়ে “চোখ বন্ধ রাখতে পারে না এবং রাখবেও না”। তিনি বলেন, “এটাও পরিষ্কার যে, এই শাসকগোষ্ঠী যদি নিজেদের মানুষের উপর এভাবে চড়াও হতে থাকে, তাহলে তার জন্য দায়ীদের বিরুদ্ধে আরও নির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হবে।”

বিবৃতিতে, ইইউ “শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যাপক ও অসম শক্তিপ্রয়োগের” বিষয়ে নিন্দা জ্ঞাপন করে। তাতে আরও বলা হয়, “এটি অন্যায় ও অগ্রহণযোগ্য। অন্যান্য যে কোন স্থানসহ ইরানের মানুষজনের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এবং এই অধিকারটি যে কোন পরিস্থিতিতে অবশ্যই নিশ্চিত করতে হবে।”

XS
SM
MD
LG