রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ৪টি অঞ্চলে সামরিক আইন জারি করেছেন। এই অঞ্চলগুলোর কিছু অংশ রুশ সেনাদের দখলে রয়েছে। ইউক্রেনীয় বাহিনী পূর্বে দেশটির দখলকৃত অঞ্চলগুলোকে মুক্ত করে চলেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন অঞ্চলে রাশিয়ার নিযুক্ত নেতা যখন বলেন যে ইউক্রেনের সেনাবাহিনীর অগ্রগতির মুখে হাজার হাজার বেসামরিক নাগরিক এবং মস্কোর নিযুক্ত কর্মকর্তাদের সরে যেতে শুরু করেছে, তখন পুতিনের এ পদক্ষেপ আসলো। বুধবার ভ্লাদিমির সালদো বলেছেন,ইতোমধ্যে ৫ হাজারের বেশি মানুষ গত ২ দিনে এই অঞ্চল ছেড়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্র,ব্রিটেন ও ফ্রান্স ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার ইরানি ড্রোন ব্যাবহার করার বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার কূটনীতিকরা বলেছেন, ওই আহ্বানে জাতিসংঘের একজন কর্মকর্তাকে বুধবার একটি রুদ্ধদ্বার বৈঠকের সময় কাউন্সিলকে ব্রিফ করার কথা অন্তর্ভুক্ত রয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য স্থলে হামলার জন্য ব্যবহৃত ড্রোনগুলো ছিল ইরানের তৈরি ড্রোন শাহেদ-১৩৬। এগুলোকে রাশিয়া বিস্ফোরক বহন করতে এবং লক্ষ্যবস্তুকে বিধ্বস্ত করার জন্য ব্যবহার করেছে।
ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা অস্বীকার করেছে এবং রুশ কর্মকর্তারা ইরানি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করেছেন।
মঙ্গলবার এস্তোনিয়ান প্রতিরক্ষামন্ত্রী হ্যানো পেভকুর সাংবাদিকদের বলেছেন, তিনি “ইউক্রেনের অনেক শহরে” আরও ড্রোন হামলার আশঙ্কা করছেন।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রক বলেছে, কেবল গত ১ সপ্তাহে ইরানের তৈরি ১০০টিরও বেশি ড্রোন বিদ্যুৎকেন্দ্র, পয়ঃনিষ্কাশন কেন্দ্র, আবাসিক ভবন, সেতু এবং শহরাঞ্চলের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেছেন, রাশিয়া “শহরটিতে আমাদের সেনাবাহিনীর গুলি চালানোর ভুয়া বার্তা দিয়ে খেরসনের জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা উচ্ছেদ সংক্রান্ত প্রপাগান্ডামূলক একটি নাটক চালানোরও চেষ্টা করছে।”
ইউক্রেনে রাশিয়ার নতুন কমান্ডার সের্গেই সুরোভিকিন রাষ্টীয় মালিকানাধীন টিভি নিউজ চ্যানেল রসিয়া ২৪-কে বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ৪টি অঞ্চলের মধ্যে একটি খেরসন পুনরুদ্ধার করার উদ্দেশ্যে ইউক্রেনের আক্রমণের আগে রাশিয়া বেসামরিক মানুষদের সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে।
এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।