ভারত-শাসিত কাশ্মীরের পুলিৎজার পুরস্কার বিজয়ী ফটোসাংবাদিক সান্না ইরশাদ মাট্টু মঙ্গলবার টুইটারে বলেছেন যে তাকে নয়াদিল্লিতে অভিবাসন কর্তৃপক্ষ তার পুরস্কার গ্রহণের জন্য নিউইয়র্কের একটি ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে।
মাট্টু টুইট করেছেন, "আমি নিউইয়র্কে পুলিৎজার পুরস্কার গ্রহণের পথে ছিলাম, কিন্তু আমাকে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনে থামানো হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের বৈধ ভিসা এবং টিকিট থাকা সত্ত্বেও আন্তর্জাতিকভাবে ভ্রমণে বাধা দেওয়া হয়।”
তিনি আরো বলেন,"এই দ্বিতীয়বার আমাকে কারণ ছাড়া বাধা দেয়া হয়েছে। কয়েক মাস আগে যা ঘটেছিল তার পরে বেশ কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা সত্ত্বেও আমি কখনই কোন সাড়া পাইনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারাটা আমার জন্য সারা জীবনের একটি সুযোগ ছিল।”
মাট্টুর টুইটের প্রতিক্রিয়ায় ফ্রি স্পীচ কালেকটিভ নামের একটি স্বাধীন সংস্থা যেটি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কাজ করে তার প্রতিষ্ঠাতা গীতা শেশু বলেছেন, "এটি একটি বিশাল লজ্জার বিষয়। সম্পূর্ণ নিন্দনীয়। এটা বোধগম্য নয়। ভারত সরকার যে কিসের ভয় পায়!”
ভয়েস অফ আমেরিকা মন্তব্যের জন্য পুলিৎজার সংস্থার সাথে যোগাযোগ করেছে কিন্তু তাৎক্ষণিক কোন উত্তর পায়নি।
মাট্টু যুক্তরাষ্ট্রের ভিসা সহ তার পাসপোর্টের একটি ছবি এবং একটি লাল স্ট্যাম্প সহ তার টিকিটের একটি ছবি পোস্ট করেছেন যা ইঙ্গিত করে যে তার ভ্রমণ বাতিল করা হয়েছে "কোন পক্ষপাত ছাড়াই।" জুলাই মাসে একই ঘটনা ঘটেছিল যখন ফ্রান্সে একটি বইয়ের মোড়ক উন্মোচন এবং আর্লেস রেনকনট্রেস ফটোগ্রাফি উৎসবের জন্য প্যারিসে ভ্রমণে তাকে বাধা দেওয়া হয়েছিল।
মাট্টু ভারতে কোভিড-১৯ সংকটের কভারেজের জন্য ফিচার ফটোগ্রাফিতে পুলিৎজার পুরস্কার জিতেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রক বলেছে যে মাট্টুকে যুক্তরাষ্ট্রে ভ্রমণে বাধা দেওয়ার রিপোর্ট সম্পর্কে তারা জেনেছে এবং ঘটনাগুলি পর্যবেক্ষণ করছে।