অ্যাকসেসিবিলিটি লিংক

ভিন্নমতাবলম্বী সাংবাদিক অভসানিকোভা-কে গ্রেফতারের আদেশ রুশ আদালতের


রাশিয়ার রাষ্ট্রীয় টিভি’র সাবেক কর্মী, মারিনা অভসানিকোভা মস্কোতে আদালতের এক শুনানিতে হাজিরা দিচ্ছেন, ২৮ জুলাই ২০২২। মার্চ মাসে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের এক সরাসরি সম্প্রচারের সময়ে যুদ্ধবিরোধী প্রতিবাদ মঞ্চস্থ করেছিলেন।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি’র সাবেক কর্মী, মারিনা অভসানিকোভা মস্কোতে আদালতের এক শুনানিতে হাজিরা দিচ্ছেন, ২৮ জুলাই ২০২২। মার্চ মাসে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনের এক সরাসরি সম্প্রচারের সময়ে যুদ্ধবিরোধী প্রতিবাদ মঞ্চস্থ করেছিলেন।

রাশিয়ার এক আদালত টেলিভিশন সাংবাদিক মারিনা অভসানিকোভা-কে গ্রেফতারের আদেশ দিয়েছে বলে, ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে। টেলিভিশন সম্প্রচারের সময়ে অভসানিকোভা একটি প্ল্যাকার্ড দেখিয়েছিলেন যাতে লেখা ছিল যে, ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ নিয়ে মিথ্যা কথা বলছে। ঐ ঘটনার ছয় মাসেরও বেশি সময় পর এমন নির্দেশ দিল আদালত।

অভসানিকোভা ইতোমধ্যেই রাশিয়া ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে, তার আইনজীবি এই সপ্তাহে জানান। তিনি গৃহবন্দি থাকতে অস্বীকৃতি জানিয়ে সেই অবস্থা থেকে পালিয়ে যান ।

আদালত কর্মকর্তাদের উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স জানায়, “অভসানিকোভার বিষয়ে আদালত আদেশ দিয়েছিল যে, তাকে যেন ১ মাস ২৯ দিন হেফাজতে রাখা হয়, যা কিনা অভিযুক্ত ব্যক্তি (অভসানিকোভা) রাশিয়ান ফেডারেশনে প্রত্যার্পন হওয়ার মুহুর্ত থেকেই বা রাশিয়ান ফেডারেশনে গ্রেফতার হওয়ার মুহুর্ত থেকেই কার্যকর হবে।”

তাতে বলা হয় যে, এই মাসে এর আগে তদন্তকারীরাদের করা গ্রেফতারি পরোয়ানার একটি আবেদন খারিজ করে দেয় আদালত।

তার আগে সশস্ত্র বাহিনী সম্পর্কে অপতথ্য ছড়ানোর অভিযোগে অভসানিকোভাকে গৃহবন্দি রাখা হয়েছিল। ক্রেমলিনের কাছাকাছি এক জায়গায় একাই একটি প্রতিবাদে অংশ নেওয়ার পর তার বিরুদ্ধে ঐ অভিযোগটি আনা হয়।

নিরাপত্তা বাহিনী আগস্টে তার বাড়িতে অভিযান পরিচালনা করে।

অপতথ্য ছড়ানোর বিধান অনুযায়ী অভসানিকোভার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ২৪ ফেব্রুয়ারি সংঘাত আরম্ভ হওয়ার পর সংসদ ঐ বিধানটির অনুমোদন দিয়েছিল। এই মাসে এক অনলাইন পোস্টে অভসানিকোভা বলেন যে, তিনি পালিয়ে গেছেন কারণ তার কোন মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল না।

অভসানিকোভার জন্ম ইউক্রেনে। তিনি মার্চ মাসে রাশিয়ার ফার্স্ট চ্যানেলে এক সরাসরি সম্প্রচার চলাকালীন স্টুডিওতে ঢুকে পড়েন। সে সময়ে তার হাতে একটি প্ল্যাকার্ড ছিল যাতে লেখা ছিল, “যুদ্ধ নয়। যুদ্ধ বন্ধ করুন।”

তার এমন আচরণের জন্য প্রাথমিকভাবে তাকে জরিমানা করা হয়েছিল।

XS
SM
MD
LG