অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড


দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড
দুর্নীতি মামলায় বরখাস্ত ডিআইজি বজলুর রশীদের পাঁচ বছরের কারাদণ্ড

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায়, কারাগার অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন) বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৩ অক্টোবর) ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

এছাড়াও, বজলুর রশীদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসে কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শনিবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়।

দুদক ২০১৯ সালের ২০ অক্টোবর বরখাস্ত ডিআইজি ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে এবং তিন কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরে করে। ঐ দিনই তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন ২০২০ সালের ২৬ আগস্ট সাবেক ডিআইজির বিরুদ্ধে অভিযোগ-পত্র দেন।

XS
SM
MD
LG