অ্যাকসেসিবিলিটি লিংক

দাম নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়


দাম নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
দাম নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজার তদারকি-সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

রবিবার (২৩ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিষয়ে এক মতবিনিময় বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ঘূর্ণিঝড় সিত্রাং, আমন ও রবি ফসলের উৎপাদন, সার মজুদসহ সাম্প্রতিক অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে শিল্পসচিব, খাদ্য সচিব, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকরা বৈঠকে যুক্ত ছিলেন।

শাখাওয়াত মুন আরও জানান, মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার ও বাজারে নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মুখ্য সচিব-কে বিস্তারিত অবহিত করেছেন। এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বৈঠকে সাম্প্রতিক সময়ে বাজারে চিনির ঘাটতি ও দাম বৃদ্ধি, বিশেষ করে চিনির মজুদ ও আমদানি পরিস্থিতি, সরবরাহকারী বা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরিস্থিতি, অন্যান্য নিত্য-পণ্য সরবরাহ পরিস্থিতি এবং টিসিবির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

এছাড়া, আবহাওয়ার সর্বশেষ তথ্য, বিশেষ করে ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে আলোচনা করা হয় বৈঠকে।

XS
SM
MD
LG