ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে, বাংলাদেশের চট্টগ্রামে মীরসরাই সমুদ্র উপকূলে অবস্থিত ড্রেজার ডুবিতে নিখোঁজ আট শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার(২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত অভিযানের পর, মরদেহগুলো উদ্ধার করে মীরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে, সোমবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে ঝড়ের তোড়ে ড্রেজারটি ডুবে যায়। নিহত শ্রমিকদের মধ্যে েযাদের নাম জানা গেছে তারা হলেন; মাহমুদ মোল্লা, আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর ও তারেক। তাদের সকলের বাড়ি পটুয়াখালীর জৈনকাঠি ও মোল্লাবাড়ি থানায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, সাগরে বালি তোলার কাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে সোমবার রাতে নিখোঁজ হন ৮ শ্রমিক। মঙ্গলবার এদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর ২টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।