অ্যাকসেসিবিলিটি লিংক

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২—পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের


ফাইল ছবি- আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল।
ফাইল ছবি- আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচেই ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তাসকিন আহমেদ। একই ম্যাচে তরুণ পেসার হাছান মাহমুদও ভালো করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আশা করি বিশ্বকাপে পেসাররা এভাবেই পারফর্ম করে যাবে’।

আগামীকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘তাসকিন আমাদের দলের একজন অন্যতম নেতা। মাশরাফি জাতীয় দল ছাড়ার পর গত কয়েক বছরে তাসকিনের অনেক উন্নতি হয়েছে। তিন ফরম্যাটেই আমাদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে। আশা করি বিশ্বকাপেও তারা একই ধারা অব্যাহত রাখবে’।

হোবার্টে শেষ ম্যাচে বাংলাদেশ ঠাণ্ডা পরিবেশে খেলতে হলেও সিডনিতে ভালো আবহাওয়া পেতে যাচ্ছে। এটি টাইগারদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করতে পারে।

একই ভেন্যুতে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০ রানের বিশাল সংগ্রহ করেছিল। সিডনির উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। টস জেতা বড় ভূমিকা রাখতে পারে।

তবে টস জেতা বা না নিয়ে আলোচনায় সাকিবকে আগ্রহী মনে হয়নি।

টস খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে পারে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘টস আমাদের হাতে নেই, আমরা এই ম্যাচটি জেতার জন্য খেলব। প্রথমে যাই করি না কেন, আমাদের ভালো খেলতে হবে-সেটা বোলিং বা ব্যাটিং হোক’।

খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে ইভেন্টের পরবর্তী পর্বে খেলার সুযোগ তাদের সঙ্কুচিত হয়ে যাবে। সাকিব বলছেন, ‘এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা আক্রমণাত্বক ক্রিকেট খেলবে’।

বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সিডনির মাঠে স্পিনাররা কিছুটা সহায়তা পেতে পারেন। অধিনায়কের কথায় এটা স্পষ্ট যে পরের ম্যাচে অতিরিক্ত স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে ইয়াসির আলীর জায়গায় মেহেদি হাসান মিরাজ একাদশে ঢুকতে পারেন।

এই ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ ৭টি টি-টোয়েন্টি খেলেছে। তার মধ্যে কোনো ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। তবে এবার বাংলাদেশের ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টাইগাররা জয়ের ধারা অক্ষুণ্ণ রাখতে আত্মবিশ্বাসী।

XS
SM
MD
LG