অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২ জনকে গুলি করে হত্যা—আটক ২


ফাইল ছবি- রোহিঙ্গা ক্যাম্প
ফাইল ছবি- রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিইআজি সৈয়দ হারুনুর রশিদ।

নিহতরা হলেন-আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। তারা দুজনই উখিয়ার ইরানী পাহাড় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এ সময় তাদের গুলিতে ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন’।

তিনি আরও জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ১৪ এপিবিএন কাজ করছে।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

XS
SM
MD
LG