অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা: রংপুরের সমাবেশে মির্জা ফখরুল


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দলের এমপিরা বর্তমান সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত। কারণ তাদের মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার করা। শনিবার (২৯ অক্টোবর) রংপুরে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন, “আমরা সরাসরি বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আমাদের একমাত্র দাবি এই সরকারের পদত্যাগ।”

মির্জা ফখরুল বলেন, “সরকারকে সংসদ ভেঙে দিতে হবে। আমাদের সংসদ সদস্য হারুন, রুমিন ও জাহিদ দলের নির্দেশে (সংসদ থেকে) পদত্যাগ করতে প্রস্তুত। সরকারকে অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে; যা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং এর অধীনে একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শনিবারের এই সমাবেশ, বিভাগীয় পর্যায়ে বিএনপির চতুর্থ সমাবেশ। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে এ সমাবেশের আয়োজন করে দলটির রংপুর মহানগর শাখ। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশে যোগ দেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, মহাসড়কে থ্রি-হুইলার-সহ অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ এবং প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট পালন করেছে রংপুর জেলা মোটর মালিক সমিতি।

XS
SM
MD
LG