অ্যাকসেসিবিলিটি লিংক

বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী দীপু মনি


বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী দীপু মনি
বছরের প্রথম দিনেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী দীপু মনি

বছরের প্রথম দিনেই (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় ও সরকার এই কাজে বদ্ধ পরিকর।”

শনিবার (২৯ অক্টোবর) রাজধানী ঢাকার, মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সাধারণ সভায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, “আমাদের যা কিছু ভাল তা আমরা আমাদের সন্তানদের জন্য তুলে রাখি। সন্তানদের শিক্ষার বিষয়টি যেখানে জড়িত, সেখানে আপোষ করার কোন প্রশ্নই উঠে না। নতুন বছরে বই আমাদের লাগবেই এবং তা এক তারিখেই লাগবে। এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি। তারা আমাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়েও যদি তারা কথা না রাখেন, তবে বাধ্য হয়েই আমাদের ব্যবস্থা নিতে হবে।”

দীপু মনি বলেন, “পুস্তক প্রকাশনা একটি ব্যবসা; এ বিষয়ে কোন সন্দেহ নেই। তবে এই শিল্পের মানুষ জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের কাজ করছে। বাংলাদেশে বইয়ের ছাপা, বইয়ের বিষয়, প্রচ্ছদ এখন আন্তর্জাতিক মানের। মানুষ ডিভাইসে যতই আসক্ত হোক না কেন, একটা ভাল বই পড়ার আনন্দ অন্য কিছু থেকে পাওয়া সম্ভব নয়।”

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যভ্যাস তৈরির উদ্যোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠের অভ্যাস তৈরি করতে একটি প্রকল্প হাতে নিয়েছিলাম। মাত্র ৩০০ বিদ্যালয়ে এ কার্যক্রম শুরু করা হয়েছিল। আমরা এখন ৩৩ হাজার বিদ্যালয়ে এই কার্যক্রম নিয়ে যেতে চাই। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটালি কানেক্টেড করার চেষ্টা করছি। যেন একটি জায়গা থেকে তাদেরতে নিয়মিত দেখা ও মনিটর করা যায়। আর, কোন বিদ্যালয়ের পাঠাগার যেন আলমারির মধ্যে বই আটকে ধূলাবালির কক্ষে পরিণত না হয় এ বিষয়েও তিনি সতর্ক থাকতে হবে।”

পুস্তক শিল্প সমিতির প্রতি শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমি ছোটবেলা থেকে বই পোকা মানুষ। এখনো কাজের চাপে বই পড়ার সুযোগ না পেলেও একটা যদি প্রতিদিন না ধরতে পারি তাহলে মনে হয় আমার দিনটি ঠিক হল না। আমার সঙ্গে সব সময় বই থাকে। আপনারা যেমন বইয়ের মানুষ আমি মনে করি সবাই একই পরিবারের মানুষ।

দীপু মনি বলেন, “আমাদের অর্থনৈতিক উন্নতি, আমাদের সামাজিক উন্নতি, আমাদের মানব উন্নয়ন সূচক, সকল ক্ষেত্রেই এগিয়েছে। একইভাবে আমাদের জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির যে প্রচেষ্টা সেখানেও আমরা উন্নতি করেছি। ঠিক তেমনি প্রকাশনা শিল্পও গত কয়েক বছরে উন্নত হয়েছে, আধুনিক হয়েছে।”

বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেন, “আমরা একটি কষ্টের সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। করোনার সময় সারা বিশ্ব থমকে ছিল। করোনার পরবর্তী সময়ে আমরা মানবিক দৃশ্য দেখবো বলে আশা করেছিলাম। সেই চিত্রের বদলে দানবীয় পরিস্থিতি দেখছি। সারাবিশ্বে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে। সারাবিশ্ব একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইউরোপের মত উন্নত দেশ আর্থিক সংকটের মধ্যে আছে। যুদ্ধের যে দামামা বাজছে, এর মধ্যে আমাদের টিকে থাকতে হবে।”

XS
SM
MD
LG