অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানের বিক্ষোভের প্রতি জাতিসংঘের মনোযোগ নিবদ্ধ করার দাবি করবে যুক্তরাষ্ট্র


Iঅ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কর্মী নন এমন ব্যক্তির তোলা এবং ইরানের বাইরে থেকে এপি’র সংগ্রহ করা এই ছবিটিতে দেখা যাচ্ছে, ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটকের পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানিরা বিক্ষোভ করছেন, ২৭ অক্টোবর ২০২২।
Iঅ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কর্মী নন এমন ব্যক্তির তোলা এবং ইরানের বাইরে থেকে এপি’র সংগ্রহ করা এই ছবিটিতে দেখা যাচ্ছে, ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটকের পর ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানিরা বিক্ষোভ করছেন, ২৭ অক্টোবর ২০২২।

ইরানে পুলিশী হেফাজতে এক তরুণীর মৃত্যুর জের ধরে শুরু হওয়া বিক্ষোভের প্রতি, যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে জাতিসংঘের মনোযোগ নিবদ্ধ করার দাবি করবে। একইসাথে, ইরানের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত করার পথও খোঁজা হবে।

বুধবার যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক অনানুষ্ঠানিক বৈঠক করবে বলে, এ আয়োজনের বর্ণনা করে দেওয়া এক নোটে বলা হয়েছে। রয়টার্স নোটটি প্রত্যক্ষ করেছে। ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী শিরীন এবাদি এবং ইরানে জন্ম নেওয়া অভিনেত্রী ও সক্রিয়কর্মী নাজানিন বনিয়াদি সেখানে এ বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

নোটে বলা হয়, “ইরানে নারী ও মেয়ে এবং ধর্মীয় ও জাতিগোষ্ঠীগত সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান নিপীড়নের বিষয়টি বৈঠকে তুলে ধরা হবে। তাতে ইরানের সরকারের মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ তদন্তকে বিশেষভাবে উৎসাহিত করার সুযোগগুলো চিহ্নিত করা হবে।”

ইরানের মানবাধিকার বিষয়ে জাতিসংঘের নিরপেক্ষ তদন্তকারী, জাভায়িদ রেহমানও বৈঠকে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। বৈঠকে জাতিসংঘের অন্যান্য সদস্যদেশ ও অধিকার গোষ্ঠীগুলো উপস্থিত থাকতে পারে।

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ দপ্তরে ইরানের মিশন অভিযোগ করেছে যে, ‍যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা “নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে” মঞ্চটির অপব্যবহার করছে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ শুক্রবার ইরানের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান, যাতে তারা “নারীদের অধিকারের প্রতি সম্মানের বিষয়সহ জনগণের যৌক্তিক অভিযোগগুলোর” প্রতি কর্ণপাত করে।

সংবাদদাতাদের দুজারিচ বলেন, “ বিক্ষোভকারীদের মৃত্যু বা আহত হওয়ার মত সব ঘটনার প্রতি আমরা নিন্দা জানাই এবং এটি পুনর্ব্যক্ত করি যে, নিরাপত্তা বাহিনীকে অবশ্যই শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সকল অপ্রয়োজনীয় বা অসম বলপ্রয়োগ পরিহার করতে হবে। দায়ীদের অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন করতে হবে।”

XS
SM
MD
LG