বাংলাদেশের সিলেট জেলার জাফলং, বিছানাকান্দি ও ভোলাগঞ্জ-এর কোয়ারি থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পাথর কোয়ারি পুনরায় চালুর দাবিতে, সোমবার (৩১ অক্টোবর) থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন পণ্য পরিবহন মালিকরা।
পণ্যবাহী পরিবহন মালিক-শ্রমিক নেতাদের দাবি, স্বাধীনতার পর থেকেই সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো থেকে পাথর সরবরাহ করা হতো। এ প্রক্রিয়ার সঙ্গে প্রায় ১৫ লাখ ব্যবসায়ী-ট্রাক, পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। পাঁচ বছর ধরে কোয়ারি বন্ধ থাকায়, সিলেটের পণ্য পরিবহন খাত, বিশেষ করে ট্রাক মালিক ও শ্রমিকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক গোলাম হাদী ছয়ফুল জানান, “পাথর কোয়ারি বন্ধ থাকায় পরিবহন মালিক শ্রমিকসহ আমরা সবাই ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছি। আমরা এ নিয়ে বারবার প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছি এবং গত ১৬ অক্টোবর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছি।”
তিনি বলেন, “আমাদের দাবির ব্যাপারে তারা কোনো কর্ণপাত করছেন না। তাই আমরা বাধ্য হয়ে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। জানিয়েছিলাম, এর মধ্যে পাথর কোয়ারি খুলে না দিলে সোমবার থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হবে।”