অ্যাকসেসিবিলিটি লিংক

গুজরাটে সাসপেনশন সেতু ভেঙে কয়েক ডজন মানুষ নিহত


৩০ শে অক্টোবর, ২০২২ তারিখে ভারতের মোরবিতে ধসে পড়া সাসপেনশন ব্রিজ আঁকড়ে থাকা লোকেদের ছবি, একটি ভিডিও থেকে প্রাপ্ত । (এএনআই/ হ্যান্ডআউট, রয়টার্সের মাধ্যমে পাওয়া)
৩০ শে অক্টোবর, ২০২২ তারিখে ভারতের মোরবিতে ধসে পড়া সাসপেনশন ব্রিজ আঁকড়ে থাকা লোকেদের ছবি, একটি ভিডিও থেকে প্রাপ্ত । (এএনআই/ হ্যান্ডআউট, রয়টার্সের মাধ্যমে পাওয়া)

ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি সাসপেনশন ব্রিজ ধসে অন্তত ৩০ জন নিহত ও কয়েক ডজন মানুষ গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন দুই সরকারি কর্মকর্তা।

অমিত ঝালা, রাষ্ট্রপরিচালিত হাসপাতালের একজন সিনিয়র প্রশাসক বলেন

"আমরা নিশ্চিত করতে পারি যে ৩০ জন লোক তাদের জীবন হারিয়েছে, অনেককে নদী থেকে উদ্ধার করা হয়েছে এবং কেউ কেউ এখনও নিখোঁজ রয়েছে।" ঐ হাসপাতালেই নিহতদের নিয়ে যাওয়া হয়েছিল।

ধসের সময় মোরবি শহরের মাচু নদীর ওপর সেতুটিতে ৪০০ জনেরও বেশি লোক ছিল বলে জানিয়েছে স্থানীয় টিভি চ্যানেল জি নিউজ।

টিভি চ্যানেলে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কয়েক ডজন লোক ধসে পড়া

সেতুর তারের সাথে জড়িয়ে আছে আর জরুরি উদ্ধারকারী দলগুলি তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৩০ মিটার ঐতিহাসিক সেতুটি ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ শাসনামলে নির্মিত

হয়েছিল। এটি ছয় মাসের জন্য সংস্কারের জন্য বন্ধ থাকার পর গত সপ্তাহে জনসাধারণের জন্য পুনরায় খোলা হয়েছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্ধার অভিযানের জন্য জরুরি ভিত্তিতে দল গঠনের নির্দেশ

দিয়েছেন। মোদী তিন দিনের সফরে এখন নিজের রাজ্য গুজরাটে রয়েছেন।

XS
SM
MD
LG