অ্যাকসেসিবিলিটি লিংক

মোগাদিশুতে বোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত, বললেন দেশটির প্রেসিডেন্ট


মোগাদিশুতে ২৯ অক্টোবর, ২০২২ তারিখে গাড়ি -বোমা হামলার জায়গায় উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে।
মোগাদিশুতে ২৯ অক্টোবর, ২০২২ তারিখে গাড়ি -বোমা হামলার জায়গায় উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি মৃতদেহের পাশে দাঁড়িয়ে আছে।

শনিবার সোমালিয়ায় পরপর দুটি গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের মতে, দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে।

রোববার ভোরে হামলার স্থান পরিদর্শন শেষে মোহামুদ এ ঘোষণা দেন। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসক ও চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

হামলায় আহতদের জন্য হাসপাতালে গিয়ে রক্ত দানের জন্য জনসাধারণের প্রতিও আহ্বান

জানান মোহামুদ।

তিনি শনিবারের হামলায় নিহতদের শিশুদের পাশাপাশি

আল-শাবাবের অন্যান্য হামলায় নিহত শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়ার অঙ্গীকার করেন।

রাজধানীর অন্যতম ব্যস্ততম মোড়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে এই গাড়ি বোমা হামলা চালানো হয়।

ঘটনাস্থল পরিদর্শনের আগে এক টুইট বার্তায় মোহামুদ এই হামলার নিন্দা জানিয়ে বলেন,

“ নিরীহ মানুষের ওপর নৈতিকভাবে দেউলিয়া ও অপরাধী আল-শাবাব গোষ্ঠীর এটি একটি নিষ্ঠুর ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা। ”

বিস্ফোরণে নিহতদের মধ্যে স্থানীয় সাংবাদিক মোহামেদ ইসে কুনাও রয়েছেন। ভিওএ সোমালি সাংবাদিক আব্দুলকাদির মোহাম্মদ আব্দুল্লে এবং রয়টার্সের ফটোসাংবাদিক ফয়সাল ওমরও বিস্ফোরণে আহত হয়েছেন।

এর আগে ২০১৭ সালে আফ্রিকার সবচেয়ে মারাত্মক ট্রাক বোমা হামলায় আল শাবাবের এক অপারেটিভকে দায়ি করে মৃত্যুদণ্ড দেয়া হয়, যদিও আল শাবাব সেই ঘটনায় দায় স্বীকার করেনি।

এবার আল-শাবাব তাৎক্ষণিকভাবে বোমা হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় যোদ্ধাদের সমর্থিত সরকারী বাহিনী দক্ষিণ-মধ্য সোমালিয়াতে ঐ গ্রুপ থেকে তাদের অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য বহুমুখী আক্রমণ চালিয়ে যাওয়ার সময় এই সর্বশেষ

আক্রমণের ঘটনাটি ঘটে।

XS
SM
MD
LG