অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সেতু ধসে অন্তত ১৩৩ জনের মৃত্যু, ৯ জন গ্রেপ্তার


গুজরাট রাজ্যের মরবি শহরে একটি ঝুলন্ত সেতু ধসে পড়ার পর উদ্ধারকারীরা জীবিতদের খুঁজছে। ৩১ অক্টোবর, ২০২২।
গুজরাট রাজ্যের মরবি শহরে একটি ঝুলন্ত সেতু ধসে পড়ার পর উদ্ধারকারীরা জীবিতদের খুঁজছে। ৩১ অক্টোবর, ২০২২।

ভারত কর্তৃপক্ষ বলছে, রবিবার গুজরাটে সম্প্রতি সংস্কারকৃত প্রাচীন একটি ঝুলন্ত সেতু ধসে অন্তত ১৩৩ জনের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ঐ সেতুর দায়িত্বে থাকা কর্মী রয়েছে।

অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা, মৃতের সংখ্যা বাড়তে পারে।

সোমবার স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড়শো বছরের পুরনো সেতুটি “একটি প্রাইভেট ফার্মের দ্বারা ৭ মাস মেরামতের কাজ” করার পরে ৫ দিন আগে খোলা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, মরবি শহরের এই সেতুটি স্থানীয় সরকারের ফিটনেস বা নিরাপত্তা সার্টিফিকেট পায়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, হিন্দুদের দীপাবলি উৎসব উদযাপনের সময় শত শত মানুষ সেতুতে ভিড় করেছিল।

উদ্ধার অভিযানে সহায়তার জন্য জরুরি কর্মী এবং সামরিক কর্মী দলকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এএফপি জানিয়েছে, কর্তৃপক্ষ কাছাকাছি বাঁধ থেকে নদীতে পানি সরবরাহ বন্ধ করার পরিকল্পনা করছে এবং অনুসন্ধান অভিযানের গতি বাড়ানোর জন্য পাম্প দিয়ে নদীর পানি নিষ্কাশন করবে।

দুর্ঘটনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে ছিলেন। তিনি বলেন, তার নিজ রাজ্যে “দুর্ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত।” তার কার্যালয় নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে।

XS
SM
MD
LG