অ্যাকসেসিবিলিটি লিংক

সাগরে আটক ৪০ বাংলাদেশি জেলেকে স্বদেশে ফেরত পাঠিয়েছে ভারত


গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায়, ভারতে আটক ৪০ জন বাংলাদেশি জেলেকে স্বদেশে ফেরত পাঠিয়েছে ভারতের পুলিশ। মঙ্গলবার (১ নভেম্বর) বিকালে,৪০ জন জেলেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

এই জেলেরা ভারতে ৭২ দিন আটক ছিলেন। বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ভারতীয় পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “সাগরে ট্রলারডুবির পরপরই জেলেদের ফিরিয়ে আনতে একাধিকবার ভারতে গিয়েছি। ভারতের একটি আশ্রয় কেন্দ্রে এই ৪০ জন জেলে আটক ছিলেন।”

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “১৯ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে অনেক ট্রলার। বরগুনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালি বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন স্থানে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার ডুবে যায়। এরপর, জেলেরা সমুদ্রে ভাসতে ভাসতে পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় প্রবেশ করে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনী সে সময় তাদের আটক করে। ৭২ দিন আটক থাকার পর আইনি প্রক্রিয়ায় শেষে তাদের দেশে ফেরত আনা হয়েছে।” তিনি জানান, “ইতোমধ্যে ইউনুছ আলী নামে এক জেলে ভারতে মারা গেছেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।”

“ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে ‘জাস্টিস এন্ড কেয়ার’ নামে একটি এনজিও সংস্থা তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে প্রত্যেককে স্বজনদের কাছে ফেরত পাঠিয়েছে;” জানান বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

XS
SM
MD
LG