অ্যাকসেসিবিলিটি লিংক

ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান রেকর্ড মাত্রায় নেমেছে


তেহরানের কেন্দ্রস্থলে একটি মুদ্রা বিনিময়ের দোকানে ইরানি এবং যুক্তরাষ্ট্রীয় ব্যাংকনোটগুলো প্রদর্শিত হচ্ছে। ফাইল ছবি।
তেহরানের কেন্দ্রস্থলে একটি মুদ্রা বিনিময়ের দোকানে ইরানি এবং যুক্তরাষ্ট্রীয় ব্যাংকনোটগুলো প্রদর্শিত হচ্ছে। ফাইল ছবি।

দেশব্যাপী কয়েক সপ্তাহের অস্থিরতার পর মঙ্গলবার ইরানের মুদ্রা ডলারের বিপরীতে তার সর্বনিম্ন মূল্যে নেমে এসেছে। বিশ্বশক্তির সাথে তেহরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার আলোচনায় একটি অচলাবস্থাও রিয়ালের দরপতনের কারণ।

তেহরানে ৩ লাখ ৩৮ হাজার রিয়ালের বিনিময় মূল্য ১ ইউএস ডলার যা সোমবারে প্রতি ইউএস ডলারের দাম ৩ লাখ ৩২ হাজার ২ শ রিয়াল থেকে বেড়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তির সময় ইরানের মুদ্রা ৩২ হাজার রিয়াল প্রতি ডলারে লেনদেন হতো। ওই চুক্তির অধীন তেহরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর নিষেধাজ্ঞার বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।

ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যুর পর ১৬ সেপ্টেম্বর প্রথম প্রতিবাদের মধ্যে রিয়ালের দরপতন হয়। এই ইসলামিক প্রজাতন্ত্রে নারীদের জন্য কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

কয়েক মাস আগে আলোচনা স্থগিত হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা দ্রুত পতনের দিকে আগায়। বিক্ষোভ শুরু হওয়ার পরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিক্ষোভকারীদের সাথে নৃশংস আচরণের জন্য এবং ইউক্রেনের যুদ্ধে ব্যবহারের উদ্দেশ্যে রাশিয়ার কাছে শত শত ড্রোন পাঠানোর সিদ্ধান্তের জন্য ইরানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে।

হোয়াইট হাউস চুক্তিটি সম্পূর্ণভাবে বাতিল করার জন্য ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রবার্ট ম্যালি সোমবার বলেছেন যে, চুক্তিটিকে মৃত ঘোষণা করতে অস্বীকার করার জন্য প্রশাসন “কোনোরূপ ক্ষমা চায় না।”

২০১৮ সালে প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার এবং ইরানের গুরুত্বপূর্ণ তেল এবং ব্যাংকিং খাতে কড়া নিষেধাজ্ঞা পুনঃস্থাপন করার পর থেকে ইরানের অর্থনীতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে।

XS
SM
MD
LG