অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বাসে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন


বাংলাদেশের রাজধানী ঢাকার আসাদ গেট এলাকায় মঙ্গলবার (১ নভেম্বর) সকালে বাসে কয়েকজন নারী যাত্রীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. রাব্বি হোসেন (২২) লালবাগের শহীদ নগর এলাকার বাসিন্দা।

শেরেবাংলা নগর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘মঙ্গলবার সকালে রাব্বিসহ কয়েকজন দুটি বাস ভাড়া নিয়ে আজিমপুর থেকে ধামরাইয়ের একটি পার্কে বেড়াতে যান। সেখান থেকে ফেরার সময় বাসের নারী যাত্রীদের উত্যক্ত করায় ফারুক ও আরও কয়েকজনের সঙ্গে রাব্বির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক একজনকে ফোন করে ঘটনাটি জানায়। বাসটি আসাদ গেটে পৌঁছালে তিন থেকে চারজন লোক বাসে উঠে নির্বিচারে রাব্বি এবং শাওন নামের আরেক ব্যক্তিকে গুরুতর আঘাত করে পালিয়ে যায়’।

উৎপল বড়ুয়া বলেন, ‘আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বুধবার (২ নভেম্বর) বেলা ১টার দিকে রাব্বির মৃত্যু হয়’।

ওসি আরও জানান, বাসটিতে গাউসিয়া মার্কেটের কয়েকজন দোকানের কর্মচারী ও নিউমার্কেট এলাকার কয়েকজন শিক্ষার্থী ছিল।

XS
SM
MD
LG