বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরল পেট্রোলিয়ামের নতুন দাম ঘোষণা করেছে। এতে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজি প্রতি ৪ টাকা ২৫ পয়সা বাড়ানো হয়েছে।
সে হিসাবে প্রতি কেজি এলপিজির বর্তমান দাম ১০৪ টাকা ২৬ পয়সা। নতুন মূল্য অনুসারে খুচরা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১ হাজার ২৫১ টাকা।
বুধবার (২ নভেম্বর) সংস্থাটি ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে নতুন দাম নির্ধারণের তথ্য জানায়। এলপিজির নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল ভার্চুয়াল ওই প্রেস ব্রিফিংয়ে নতুন দাম ঘোষণা করে বলেন, ‘একইভাবে সাড়ে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের অন্যান্য আকারের এলপিজির দাম যুক্তিসঙ্গতভাবে বাড়বে’।
ঘোষণা অনুযায়ী অটো গ্যাসের (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) মূল্য লিটার প্রতি ৩ টাকা ৯৫ পয়সা বেড়ে আগের দাম ৫৪ টাকা ৩৩ পয়সা থেকে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়েছে।
আব্দুল জলিল জানান, বেসরকারি অপারেটররা মধ্যপ্রাচ্য থেকে বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমদানি করে বলে এলপিজির মূল্য পুনর্নির্ধারণে ইউএস ডলারের দাম ১০৬ টাকা ২৫ পয়সা ধরা হয়েছিল।
তিনি বলেন, ‘বৈশ্বিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্য হারে কমে গেলেও, স্থানীয় বাজারে ডলারের দাম বেশি থাকায় এর দামের নিম্নমুখী প্রবণতার পুরো সুবিধা পাচ্ছেন না ভোক্তারা’।
গত মাসে ডলারের বিনিময় হার ধরা হয়েছে ১০৬ টাকা ৬৪ পয়সা।
রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানি কর্তৃক বাজারজাতকৃত এলপিজির মূল্য যথারীতি থাকবে। কারণ এটি স্থানীয়ভাবে উৎপাদন হয় যার বাজার শেয়ার পাঁচ শতাংশের কম।
এই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর স্থানীয় বাজারে এলপিজির দাম সর্বোচ্চ এক হাজার ৪৩৯ টাকা (১২ কেজি সিলিন্ডার) পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশে এই বছরের জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম সর্বনিম্ন ১ হাজার ২২৫ টাকা ছিল এবং ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে এর দাম ক্রমাগত বৃদ্ধি পায়।