বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি আদালত, ১০ বছর পর বৃহস্পতিবার (৩ নভেম্বর) ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ২০১২ সালের এই মামলায়, অভিযুক্তদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন; বিশ্বম্ভরপুর উপজেলার আনোয়ার হোসেন খোকন, তাহিরপুর উপজেলার শফিউল্লাহ, সাইদুর রহমান ও শফিউল এবং ছাতক উপজেলার ইকবাল হোসেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালে আনোয়ার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় এক কলেজছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে। এরপর, শফিউল্লাহ, সাইদুর ও শফিউল আনোয়ারের হাত-পা বেঁধে রাখে এবং ঐ ছাত্রীকে ধর্ষণ করে । আর, তা ভিডিও করে অনলাইনে পোস্ট করে।
পরে, তাহিরপুর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন ঐ তরুণী। এদের মধ্যে বৃহস্পতিবার চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্য চারজনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত না হওয়ায় বাকি তিনজনের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল।