অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত


রাশিয়ার জরুরি মন্ত্রকের প্রেস সার্ভিস কর্তৃক প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা রাশিয়ার কোস্ত্রমায় একটি ক্যাফেতে আগুন নেভানোর চেষ্টা করছেন। ৫ নভেম্বর ২০২২।
রাশিয়ার জরুরি মন্ত্রকের প্রেস সার্ভিস কর্তৃক প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা রাশিয়ার কোস্ত্রমায় একটি ক্যাফেতে আগুন নেভানোর চেষ্টা করছেন। ৫ নভেম্বর ২০২২।

রাশিয়ার কোস্ত্রমা শহরের একটি ক্যাফেতে শনিবার আগুন লেগে ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কোনো এক বিরোধের ঘটনায় কেউ ফ্লেয়ারগান (একধরনের পিস্তল, যা দিয়ে আগুন বা ধোঁয়া বের হয়) ব্যবহার করার ফলে ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়।

উদ্ধারকর্মীরা ২৫০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কোস্ত্রমা অঞ্চলের গভর্নর সের্গেই সিতনিকভ জানান, পাঁচজন সামান্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় ক্যাফের ছাদ ধসে পড়ে।

অপরাধমূলক এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ ফ্লেয়ার বন্দুক ব্যবহারকারী ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

মাত্র ২ লাখ ৭০ হাজার জনসংখ্যার নদী তীরবর্তী কোস্ত্রমা শহরটি মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

বিনোদনস্থলে এ ধরনের আগুনের ঘটনা রাশিয়াতে এই প্রথম নয়। আতশবাজির ঘটনা থেকে ২০০৯ সালে পারম শহরের লেম হর্স নাইটক্লাবে একটি অগ্নিকাণ্ডে ১৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

XS
SM
MD
LG