বাংলাদেশের কাপ্তাই হ্রদে বালুভর্তি নৌকা ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে নিহত রিটন চাকমার মরদেহ উদ্ধার করে জেলেরা। আর এলিনা চাকমার মরদেহ রবিবার (৬ নভেম্বর) ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। শুক্রবার (৪ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিটন চাকমা (২০) ও এলিনা চাকমা (২০) যথাক্রমে বাঘাইছড়ি ও বরকল উপজেলার বাসিন্দা এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ছিলেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, তারা ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় শুক্রবার বিকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান চালালেও তাদের উদ্ধারে ব্যর্থ হন
উল্লেখ্য, শুক্রবার বিকালে কাপ্তাই হ্রদে যাত্রীবাহী স্পিডবোট ও বালু বোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত এবং দুই জন নিখোঁজ হয়েছিলেন। যাত্রীবাহী নৌকাটি রাঙামাটি সদর থেকে লংগদু উপজেলার দিকে যাচ্ছিল। নৌকার মোট নয়জন যাত্রীর মধ্যে সাতজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।