অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ৫-জি সেবা চালুর পরিবেশ নিশ্চিত হয়েছে: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার


বাংলাদেশে ৫-জি সেবা চালুর পরিবেশ নিশ্চিত হয়েছে: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার
বাংলাদেশে ৫-জি সেবা চালুর পরিবেশ নিশ্চিত হয়েছে: টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার

বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার জানিয়েছেন যে ফাইভ-জি সেবা চালু করার জন্য দেশে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকায় আয়োজিত, ফাইভ-জি প্রযুক্তি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক গোলেটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

মোস্তফা জব্বার বলেন, “পঞ্চম শিল্প বিপ্লবের মহাসড়কের নাম ৫-জি। এই সেবা চালু করার জন্য দেশে যে পরিবেশ থাকা দরকার সেটি ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।”

“৫-জি'র ব্যবসায়িক দিকের সঙ্গে, তা যেন সাধারণ মানুষের জীবনযাত্রার বাস্তব সমস্যা সমাধান করতে পারে , সেদিকেও আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে। এটা করা সম্ভব হলেই ৫-জি বাণিজ্যিকভাবে সফল হবে;” উল্লেখ করেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার।

অনুষ্ঠানে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, “৫-জি চালুর বিষয়ে আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত। এখন প্রয়োজন একটি সমন্বিত বাজার সমীক্ষা; যাতে আমরা বুঝতে পারি কীভাবে আমরা ৫-জি সেবা বাণিজ্যিকভাবে চালু করতে পারি।”

XS
SM
MD
LG