অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের ইউক্রেন সফর; ইউক্রেনকে ‘অবিচল সমর্থন’ দেবার প্রতিশ্রুতি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে স্বাগত জানাচ্ছেন। ৮ নভেম্বর, ২০২২।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ডকে স্বাগত জানাচ্ছেন। ৮ নভেম্বর, ২০২২।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড মঙ্গলবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন এবং দেশটির জন্য যুক্তরাষ্ট্রের 'অবিচল' সমর্থন ব্যক্ত করেছেন। ইউক্রেন বিদ্যুৎবিহীন, পানিবিহীন অবস্থায় দিন কাটাচ্ছে। দেশটির ওপর রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

জাতিসংঘ এবং তুরস্কের আলোচনাকৃত ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মেয়াদ ১৯ নভেম্বর শেষ হবে। ইউক্রেনকে তার শস্য রপ্তানি করতে সাহায্য করা এবং রাশিয়াকে তার খাদ্য ও সার রপ্তানিতে বাধা দূর করতে এই চুক্তি সহায়তা করেছে।

শস্যচুক্তির গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে টমাস-গ্রিনফিল্ড শস্য কীভাবে প্রক্রিয়াজাত করা হয় তা দেখতে একটি শস্যভাণ্ডার পরিদর্শন করেছেন।

সোমবার পর্যন্ত ইউক্রেন কৃষ্ণ সাগরে তার ৩টি বন্দর দিয়ে ১ কোটি মেট্রিক টন শস্য এবং অন্যান্য খাদ্যসামগ্রী রপ্তানি করেছে। এর দু-তৃতীয়াংশ দক্ষিণের দেশগুলোতে পাঠানো হয়েছে।

ইউক্রেনে টমাস-গ্রিনফিল্ড নৃশংসতার শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করছেন।

এছাড়া তিনি ইরপিন শহরের শত শত বাস্তুচ্যুত ব্যক্তির আবাসন কেন্দ্র পরিদর্শনের সময় ঘোষণা দিয়েছেন যে, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয়দের জন্য শীতকালীন সহায়তা হিসেবে আড়াই কোটি ডলার প্রদান করবে।

এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে রাজ্য ও আইনসভা নির্বাচনে লক্ষাধিক মানুষ ভোট দিচ্ছেন। কিছু রিপাবলিকান আইনপ্রণেতা এবং প্রার্থী বলেছেন, তারা ইউক্রেনকে “ব্ল্যাঙ্ক চেক” প্রদান বন্ধ করবে। রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৭ শ কোটি ডলারের বেশি সামরিক ও মানবিক সহায়তা প্রদান করেছে।

যুক্তরাষ্ট্রের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূতের সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেছেন, দুই পক্ষেরই ইউক্রেনের জনগণের জন্য দৃঢ় সমর্থন রয়েছে এবং এ সমর্থন “যতদিন প্রয়োজন হবে” ততদিন অব্যাহত থাকবে।

ভয়েস অফ আমেরিকা আলবেনিয়া বিভাগের আরমান্ড মেরো এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন।

XS
SM
MD
LG