সোমালিয়ার সামরিক বাহিনী বলছে, তারা ১৫ বছর ধরে আল-শাবাবের নিয়ন্ত্রণে থাকা একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ছাড়াও আরও কিছু এলাকা মুক্ত করেছে।
সোমালি সামরিক বাহিনী বুধবার জানায়, তাদের বাহিনী আল-শাবাব যোদ্ধাদের বিরুদ্ধে একটি নতুন অভিযান পরিচালনা করেছে । ইতিমধ্যেই তারা দেশের কেন্দ্রীয় প্রদেশ গালগদুদের ছোট কিন্তু কৌশলগত শহর ওয়াভো এবং গুরুত্বপূর্ণ গ্রামগুলি পুনরায় দখলে নিয়েছে।
মহাসের জেলা কমিশনার মুমিনুল মোহামেদ হালান, ফোনে ভিওএ কে জানায়, স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর সহায়তা নিয়ে সেনাবাহিনী, মঙ্গলবার ভোর থেকে এই জঙ্গি গোষ্ঠীর সাথে তীব্র লড়াইয়ে লিপ্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল্লাহি আলী আনোদ বুধবার এক সংবাদ সম্মেলন করে বলেন, দলটির বিরুদ্ধে তাদের সর্বশেষ অভিযান সফল হয়েছে।
তিনি আরও বলেন, “মুক্ত এই জনবহুল এলাকায় পানির কূপ, সরবরাহের অংশ ও কৃষিজমি রয়েছে।”
আল-শাবাব সেনাবাহিনীর দাবির বিষয়ে কোনো মন্তব্য না করলেও, তারা মহাস শহরের উপকণ্ঠে বোমা বিস্ফোরণ ও যুদ্ধে, কর্মকর্তাসহ ১৫ জন সেনাকে হত্যার দাবি করেছে।
মে মাসে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ ক্ষমতা গ্রহণের পর আল-শাবাবের বিরুদ্ধে "সর্বাত্মক যুদ্ধের" প্রতিশ্রুতি দেয়ার পর থেকে জঙ্গিরা তাদের আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে সপ্তাহের শুরুর দিকে সোমালি সরকার জানায়, তাদের বাহিনী চার দিনে ২০০ জন আল-শাবাব জঙ্গিকে হত্যা করেছে।