অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্তাম্বুলের শপিং সেন্টারে বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত, আহত ৫০ এর বেশি


১৩ নভেম্বর ২০২২ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের পর পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।
১৩ নভেম্বর ২০২২ তারিখে তুরস্কের ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণের পর পুলিশ এবং জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।

ইস্তাম্বুলের একটি জনপ্রিয় শপিং সেন্টারে রবিবার এক বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং ৫০ এর বেশি মানুষ আহত হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান বলেন ঐ হামলায় "সন্ত্রাসের ইংগিত আছে"।

হতাহতদের আম্বুলেন্সে করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। স্থানীয় সময় ৪টা ২০ মিনিটে শহরের প্রাণকেন্দ্রে ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের সময় সেখানে স্থানীয় মানুষ এবং পর্যটকদের ভীড় ছিল।

প্রেসিডেন্ট এরদোয়ান বিস্ফোরণের পর সাংবাদিকদের সাথে কথা বলেন।

অতীতে কুর্দী বিচ্ছিন্নতাবাদী এবং ইসলামপন্থী জঙ্গীরা ঐ দেশের বিভিন্ন শহরে বোমা হামলা চালিয়েছে। এরদোয়ান বলেন, রবিবারের হামলা সন্ত্রাসবাদের কারণে হয়ে থাকতে পারে। তিনি অপরাধীদের গ্রেফতার এবং শাস্তি দেবার প্রতিশ্রুতি দেন। এ নাগাদ কেউ ঐ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

XS
SM
MD
LG