বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৮২৪ ডলার। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২১-২২ অর্থবছরের অনুমোদিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মাথাপিছু আয় বছরে ৯ শতাংশ বেড়ে, ২০২১-২২ অর্থবছরে দুই হাজার ৮২৪ ডলারে দাঁড়িয়েছে। ২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ৫৯১ ডলার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০২২ সালের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যকারিতা-সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।