অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারে সিইপিএ: হাইকমিশনার প্রণয় ভার্মা


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)-এর আওতায় একটি নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সরবরাহ চেইন সংযোগ তৈরি করে, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারত উভয়েই সিইপিএ নিয়ে আলোচনায় সম্মত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতা ও চেম্বার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এলডিসি মর্যাদা থেকে বাংলাদেশের গ্রাজুয়েশনের জন্য সিইপিএ-এর আলোচনা দ্রুত এবং যথাসময়ে সম্পন্ন করতে উভয় পক্ষের বাণিজ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

হাইকমিশনার প্রণয় ভার্মা, ভারত ও বাংলাদেশ উভয়ের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে, অর্থনৈতিক অংশীদারিত্বের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে সীমান্তে উন্নত যোগাযোগ এবং বাণিজ্য অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন।

এই প্রেক্ষাপটে, তিনি বিভিন্ন স্থল বন্দরে অবকাঠামোগত উন্নতির মাধ্যমে, পেট্রাপোল-বেনাপোল-এর যানজট নিরসনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ভারতের হাইকমিশনার সড়ক, রেলপথ, অভ্যন্তরীণ নৌপথ এবং উপকূলীয় শিপিং-এর মাধ্যমে উপ-অঞ্চলের বৃহত্তর সহযোগিতা, একীকরণ এবং মাল্টি-মডেল সংযোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

হাইকমিশনার ভার্মা তার বক্তব্যে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পৃক্ততার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে গত পাঁচ বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণেরও বেশি হয়েছে এবং গত অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি প্রায় দুইশ’ কোটি ডলারে পৌঁছেছে। আর ভারত, এশিয়ায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে।

XS
SM
MD
LG