অ্যাকসেসিবিলিটি লিংক

নাসার নতুন রকেট চাঁদের পথে যাত্রা করেছে


ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে নাসার নতুন রকেট। ১৬ নভেম্বর, ২০২২।
ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে নাসার নতুন রকেট। ১৬ নভেম্বর, ২০২২।

বুধবার ভোরে নাসার নতুন রকেট আর্টেমিস ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে তার প্রথম যাত্রায় ৩টি পরীক্ষামূলক ডামি নিয়ে যাত্রা করে।

৫০ বছর আগে অ্যাপোলো প্রোগ্রাম শেষ হওয়ার পর প্রথমবারের মতো আবার মহাকাশচারীদের চন্দপৃষ্ঠে নিয়ে যাওয়ার পথে এই উৎক্ষেপণ বড় একটি পদক্ষেপ।

মুনশটটি প্রায় ৩ মাস ধরে জ্বালানি লিকেজের সম্মুখীন হয়।

৩ সপ্তাহের এ উড্ডয়নে সবকিছু ঠিকঠাক থাকলে রকেটটি খালি একটি ক্রু ক্যাপসুলকে চাঁদের চারপাশে বিস্তৃত কক্ষপথে নিয়ে যাবে।

ডিসেম্বরে প্রশান্ত মহাসাগরে অবতরণের মাধ্যমে ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসবে।

নাসা আশা করছে যে, ২০২৪ সালে পরবর্তী উড্ডয়নে তারা ৪ জন নভোচারীকে চাঁদের কাছে পাঠাবে এবং ২০২৫ সালে সেখানে মানুষ অবতরণ করবে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG