অ্যাকসেসিবিলিটি লিংক

হবিগঞ্জে বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩০০ নেতাকর্মীকে অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ। সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বুধবারের (১৬ নভেম্বর) সংঘর্ষের ঘটনায় এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোরে লাখাই থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বি বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে এবং ও অজ্ঞাত আরও ২৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন।

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি কে গাউসকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এর আগে, বুধবার সিলেট বিভাগীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে বামই বাজারে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ পুলিশ সদস্যসহ অন্তত ৬০ জন আহত হন।

পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোঁড়ে।

এদিকে বানিয়াচং থানায় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এ ছাড়া জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ বলেন, ‘সরকার বিরোধী গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়’।

বিএনপি নেতা সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন, ‘সিলেটের সমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে হয়রানি করছে’।

আগামী ১৯ নভেম্বর সিলেট জেলায় বিভাগীয় গণসমাবেশ করার কথা রয়েছে বিএনপির।

XS
SM
MD
LG