অ্যাকসেসিবিলিটি লিংক

সিলেটে বিএনপির সমাবেশ, আগের দিনেই মাঠে পৌঁছেছেন নেতা-কর্মীরা


সিলেটে বিএনপির সমাবেশ
সিলেটে বিএনপির সমাবেশ

শুক্রবার (১৮ নভেম্বর) পোস্টার, ব্যানার, বিলবোর্ড এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় পূর্ণ হয়ে উঠে সিলেট নগরী। প্রায় এক দশকের মধ্যে শনিবার(১৯ নভেম্বর) এখানে প্রথম জনসভা করবে বিএনপি। সিলেটের সমাবেশ সফল করতে শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ,মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকে পরিবহন ধর্মঘট উপেক্ষা করে বিএনপির কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর ২ টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

গত অক্টোবরে চট্টগ্রামে শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশের কর্মসূচি। সেই সর্মসূচির অংশ হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করেছে দলটি। এটি বিএনপির বিভাগীয় পর্যায়ের সপ্তম সমাবেশ।

সমাবেশের প্রস্তুতি কার্যক্রম তদারককারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান বলেন, “বাস ধর্মঘটের কারণে সম্ভাব্য বাধা ও চ্যালেঞ্জ এড়াতে মঙ্গলবার থেকে তাদের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে সিলেট আসছেন।”

তিনি বলেন, “গত তিন দিন ধরে সমাবেশস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছে এবং তারা সেখানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমাবেশে আসছে।”

XS
SM
MD
LG