অ্যাকসেসিবিলিটি লিংক

লেভেল প্লেয়িং ফিল্ড আছে, প্রয়োজন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ: ইসি আহসান হাবিব খান


ইসি আহসান হাবিব খান
ইসি আহসান হাবিব খান
বাংলাদেশের অন্যতম নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, “সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আপ্রাণ চেষ্টা করছে নির্বাচন কমিশন।” তিনি বলেন, “আমি মনে করি এই মূহুর্তে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত রয়েছে। এখন শুধু প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও অংশগ্রহণ।”
শনিবার (১৯ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে, সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকভাবে বাদ পড়াদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
কমিশনার আহসান হাবিব খান বলেন, “নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে, বারবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা আহ্বান করে আলোচনা করা হয়েছে। যেকোন দল এখনও চাইলে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে।”
“লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আমাদের আন্তরিকতার কোন অভাব নেই। বিধানে আমাদের যেসব বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, তা সঠিকভাবে পালন করা হচ্ছে;” জানান কমিশনার খান।
তিনি আরও বলেন, “সংবিধানে অনেক বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে আলোচনা করে যেকোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমাদের কাজ আমরা সঠিকভাবে করছি কি-না, তা দেখেন আপনারা (সাংবাদিকরা)।”

নির্বাচন নিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের বিভিন্ন মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনর আহসান হাবিব খান বলেন, “এসব নিয়ে সরকার ও নিদিষ্ট মন্ত্রণালয় কথা বলবে। আমাদের কাজ শুধুমাত্র সংবিধান অনুযায়ী সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা। এতে যা করণীয় তার সবকিছুই আমরা করব। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়া, তাদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়াসহ যাবতীয় কাজ চলছে।”

XS
SM
MD
LG