ইউক্রেনের নিরাপত্তা বাহিনী মঙ্গলবার বলেছে, তারা কিয়েভের একটি ঐতিহাসিক অর্থোডক্স আশ্রমে অভিযান চালিয়েছে, যাতে “রাশিয়ার বিশেষ বাহিনীর সন্দেহজনক ধ্বংসাত্মক কর্মকাণ্ড” প্রতিহত করা যায়।
কিয়েভ পেচারস্ক লাভরায় এই অভিযান চালানো হয়।
ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আশ্রমটি যাতে নাশকতার কেদ্রস্থল বা নজরদারি গোষ্ঠী, বিদেশি নাগরিকের আশ্রয়স্থল বা অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা না হয়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
রাশিয়ার অর্থোডক্স চার্চ এবং ক্রেমলিন এই হামলার নিন্দা জানিয়েছে।
আসন্ন প্রাণঘাতী শীতে, ইউক্রেন সোমবার রাজধানী এবং দেশের অন্যান্য এলাকার বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে। ইউক্রেনে মারাত্মক শীতকালীন আবহাওয়া আসার সাথে সাথে, রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত পাওয়ার গ্রিডগুলি ইউক্রেন মেরামত করার চেষ্টা করছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে যে ইউক্রেনের লক্ষ লক্ষ লোক প্রাণনাশী শীতের কবলে পড়বে।
গত কয়েক মাস ধরে রুশ বাহিনী কর্তৃক নিয়মিত গোলাবর্ষণ করা দক্ষিণের দুই অঞ্চলের বাসিন্দাদের দেশের মধ্য ও পশ্চিমাঞ্চলের নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি , এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।