মঙ্গলবার সৌদি আরব কাতারে পুরুষদের বিশ্বকাপে তাদের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে একটি বিস্ময়কর বিজয় অর্জন করেছে।
টুর্নামেন্টে প্রবেশের সময় বিশ্ব র্যাংকিং-এ আর্জেন্টিনার স্থান ছিল তৃতীয় আর সৌদি আরবের ৫১।
১০ মিনিটের মাথায় লিওনেল মেসি পেনাল্টি কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এবং অফসাইড কলে একাধিক গোল না হওয়া সত্ত্বেও আর্জেন্টিনাকে খেলার নিয়ন্ত্রণে থাকতে দেখা যায়।
কিন্তু খেলার দ্বিতীয়ার্ধে সৌদি আরব দ্রুত ফর্মে ফিরে আসে এবং সন্ধ্যায় ৪৮ মিনিটের মাথায় সালেহ আশেহরি গোল দেন।
এর ৫ মিনিট পর সালেম আলদাওসারির গোলে সৌদি আরব এগিয়ে যায়।
সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আলাওয়াইস শেষ সময়ে আর্জেন্টিনার সমতা আনার প্রচেষ্টার বেশ কয়েকটি শক্ত সুযোগ ঠেকিয়ে সৌদি আরবের জয় নিশ্চিত করেন।
আর্জেন্টিনা শনিবার গ্রুপ-সির অন্য ম্যাচে যখন মেক্সিকোর মুখোমুখি হবে তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। সৌদি আরব খেলবে পোল্যান্ডের সাথে।
পরে মঙ্গলবার ডি গ্রুপের ম্যাচে ডেনমার্ক ও তিউনিশিয়া ০-০ গোলে ড্র করে।