তুরস্ক এবং সিরিয়ার কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে শুরু হওয়া বৈরিতা যুক্তরাষ্ট্র ভালোভাবে নেয়নি। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করেছে যে, এ যুদ্ধ শুধুমাত্র ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর উপকারে আসবে।
মঙ্গলবারের ব্রিফিং-এ ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, “আমরা সকল পক্ষের উত্তেজনা হ্রাসের ওপর জোর দিচ্ছি এবং আমাদের কথোপকথনে আমরা প্রকাশ্যে যা বলেছি তা হলো, সবদিক থেকে এই হামলাগুলো আইএসআইএসকে পরাজিত করার আমাদের যে লক্ষ্য তাকে ঝুঁকির মুখে ফেলছে।”
যদিও সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যকার সম্পর্ক টান টান অবস্থায় রয়েছে , তবে যুক্তরাষ্ট্র এবং তুরস্ক দীর্ঘদিনের মিত্র; তুরস্ক নেটোর গুরুত্বপূর্ণ সদস্য।
তুরস্কের কর্মকর্তারা অভিযানের সময় ১৮০ জনেরও বেশি কুর্দি জঙ্গিকে হত্যা বা বন্দি করার দাবি করেছেন। অন্যদিকে ওয়াইপিজি এবং এসডিএফ অন্তত ৩ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং আন্তঃসীমান্ত মর্টার হামলায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে।
এদিকে সিরিয়ার কুর্দি কর্মকর্তারা তুরস্কের বিরুদ্ধে আইএস মোকাবিলার প্রচেষ্টাকে দুর্বল করার জন্য বিশেষভাবে পরিকল্পিত বিমান হামলা চালানোর অভিযোগ করেছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাহিনীর তদারকি করে। মঙ্গলবার গভীর রাতে ভয়েস অফ আমেরিকাকে একটি ইমেইলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসকে নিয়ন্ত্রণ ও পরাজিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৯শ এবং ইরাকে আরও আড়াই হাজার সৈন্য রয়েছে।