অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপে জয় না পেলেও আশাবাদী আফ্রিকার ভক্তরা


কাতারের দোহায় আল থুমামা স্টেডিয়ামে সেনেগাল বনাম নেদারল্যান্ডস বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নেদারল্যান্ডসের নাথান আকের সাথে একশনে সেনেগালের এডোয়ার্ড মেন্ডি। ২১ নভেম্বর, ২০২২।
কাতারের দোহায় আল থুমামা স্টেডিয়ামে সেনেগাল বনাম নেদারল্যান্ডস বিশ্বকাপ ম্যাচ চলাকালীন নেদারল্যান্ডসের নাথান আকের সাথে একশনে সেনেগালের এডোয়ার্ড মেন্ডি। ২১ নভেম্বর, ২০২২।

সেনেগাল নেদারল্যান্ডসের কাছে ২-০ গোলে হেরেছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে মরক্কোর মতো তিউনিশিয়া ডেনমার্কের বিপক্ষে ড্র করেছে। আফ্রিকার কোনো দল এখনো জয় পায়নি, তবে যুক্তরাষ্ট্রের ভক্তরা নিরুৎসাহিত হননি। বিশ্বকাপের এখনো শুরু এবং দলগুলোর এখনো জয়ের ও পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ রয়েছে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে লায়ন্স অফ তেরাঙ্গাকে তাদের প্রথম বিশ্বকাপে হেরে যেতে দেখা সেনেগাল দলের ভক্তদের জন্য নিঃসন্দেহে হৃদয়বিদারক ছিল।কিন্তু সাদিও ইয়ায়া ব্যারির মতো ভক্তরা তাদের আশা বাঁচিয়ে রেখেছেন।

আমেরিকার নিউইয়র্ক-ভিত্তিক অ্যাসোসিয়াশন অফ সেনেগালিজ ইন আমেরিকার প্রেসিডেন্ট ব্যারি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, “আমি সেনেগালিজ দলকে অভিনন্দন জানাতে চাই।এটি খুব শক্তিশালী একটি দল।আমরা জানি আমরা প্রথম খেলায় হেরেছি, কিন্তু আমরা একটি তরুণ দলকে দেখতে পাচ্ছি, যারা খেলায় জেতার জন্য অত্যন্ত নিবেদিত,প্রলিপ্ত এবং অনুপ্রাণিত।”

সেনেগালিজরা আরেকটি ক্ষতির সম্মুখীন হয়েছে। মিডফিল্ডার চেইখৌ কাউয়েতেকে উরুর পেশীতে আঘাত পাওয়ার কারণে খেলা ছেড়ে যেতে হয়েছিল। ইনজুরির কারণে টুর্নামেন্ট শুরুর আগে দলের তারকা খেলোয়াড় সাদিও মানে খেলা থেকে বিরত থাকার পরে কাউয়েতেকেও এবার হারাতে হলো।

ইভেন্টের প্রথম কয়েকদিনে দুটি চমক দেখা গেছে- আর্জেন্টিনাকে হারিয়েছে সৌদি আরব আর জার্মানিকে হারিয়েছে জাপান।

এর আগেও বিশ্বকাপে বিপর্যয় ঘটেছে। যেমন ২০০২ সালে সেনেগাল তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে প্রথম রাউন্ডে জয়ী হয়েছিল।

আফ্রিকান দলগুলোর পরবর্তী খেলা হবে বৃহস্পতিবারে। সেসময় ঘানা পর্তুগালের বিপক্ষে খেলবে এবং ক্যামেরুন খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।

XS
SM
MD
LG