অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সংস্কারপন্থী নেতা আনোয়ার


রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এবং মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ২৪ নভেম্বর ২০২২।
রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল প্যালেসে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ এবং মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ২৪ নভেম্বর ২০২২।

মালয়েশিয়ার দীর্ঘদিনের বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিভাজিত নির্বাচনের ফলে একটি ঝুলন্ত সংসদ তৈরি হলে, মালেয় জাতীয়তাবাদী ও রাজনৈতিক সংস্কারপন্থীদের মধ্যে এক সংঘাতের সূচনা হয়। কয়েকদিনের রাজনৈতিক সংঘাতের পর প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে সংস্কারপন্থীরা জয়ী হল।

জাতীয় রাজপ্রাসাদে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনোয়ার শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি জাতীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ, ৭৫ বছর বয়সী আনোয়ারকে দেশটির ১০ম নেতা হিসেবে ঘোষণা করেন। এর আগে তিনি বলেন যে, তিনি সন্তুষ্ট যে, আনোয়ারই সেই প্রার্থী যার অধিকাংশ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পরবর্তীতে টুইটারে আনোয়ার লেখেন, “আমার প্রতি অর্পিত দায়িত্বটিকে আমি বিনয় ও দায়িত্বের সাথে পালন করব।”

শনিবারের নির্বাচনে আনোয়ারের অ্যালায়েন্স অফ হোপ ৮২টি আসন পায়, যা কিনা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ১১২টি আসনের চাইতে কম। জাতিগোষ্ঠীগতভাবে মালেয়দের সমর্থন অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাওয়ায়, সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন-এর ডানপন্থী ন্যাশনাল অ্যালায়েন্স ৭৩টি আসন লাভ করে। সেটির মিত্র, প্যান-মালয়েশিয়ান ইসলামিক পার্টি ৪৯টি আসনে জয়ী হয়ে একক দল হিসেবে সর্বোচ্চ আসন লাভ করেছে।

অচলাবস্থাটির নিরসন হয় যখন ইউনাইটেড মালেয়স ন্যাশনাল অর্গানাইজেশনের নেতৃত্বাধীন, দীর্ঘদিন ধরে শাসনকারী জোটটি আনোয়ারের অধীনে একটি জোট সরকার গঠনে সম্মত হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এমন জোট একসময়ে অকল্পনীয় ছিল। এই দুই দলের প্রতিদ্বন্দ্বীতাই দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক অঙ্গন দখল করে রেখেছিল। বোর্নিও দ্বীপের অন্যান্য প্রভাবশালী গোষ্ঠীগুলো বলেছে যে তারা রাজার সিদ্ধান্তই অনুসরণ করবে।

তবে, ৭৫ বছর বয়সী মুহিউদ্দিন পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তিনি আনোয়ারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন যে, সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন যে আনোয়ারের পক্ষে রয়েছে সেটি যেন তিনি প্রমাণ করেন, যাতে করে তার নেতৃত্ব নিয়ে কোন সন্দেহ না থাকে।

এদিকে, পুলিশ দেশব্যাপী নিরাপত্তা জোরদার করেছে। আনোয়ারের বহুজাতিক জোটটি বিজয়ী হলে জাতিগোষ্ঠীগত সংঘাতের বিষয়ে সতর্কতা জানানো হয় সামাজিক মাধ্যমের পোস্টগুলোতে। আনোয়ারের দল তার সমর্থকদের বিজয় উদযাপনের জন্য সমাবেশ করা বা উস্কানির ঝুঁকি এড়াতে স্পর্শকাতর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।


XS
SM
MD
LG